নিজস্ব প্রতিনিধি: বহুল প্রচারিত সময়ের ধ্বনি পত্রিকার উপদেষ্টা,দারুল ক্বালাম মডেল মহিলা মাদ্রাসার উপদেষ্টা এবং আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী বিশ্ব ভ্রমনে দশ দিনের জন্য ক্রোয়েশিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভিনা ভ্রমণে গেছেন। ভ্রমণকালিন সময়ে তাঁর সাথে দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রয়েছেন। সেখানে দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি ভ্রমণকালিন সময়ে কলম একাডেমি লন্ডন এর লক্ষ্য উদ্দেশ্য, পরিকল্পনা, কার্যক্রম এবং দাবীগুলো সেই দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিকট তুলে ধরেন।তাঁর ভ্রমণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন কলম একাডেমি লন্ডন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উমর ফারুক শাবুল, উপদেষ্টা শায়খ তাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নুন নাহার খান নিপা সহ সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ। তাঁর ভ্রমণ নিরাপদ হোক এই জন্য দারুল ক্বালাম মডেল মহিলা মাদ্রাসায় দোয়া করেন প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা উমর ফারুক শাবুল সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।