বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

কুরবানীর মাসায়েল – আলেমা ফারজানা আক্তার।

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫, ৯.২৭ এএম
  • ৬১ বার পঠিত

প্রশ্নঃ একটি গরু, মহিষ, উট এ কয়জন শরিক হয়ে কোরবানী দেওয়া যায়?

উত্তরঃ ৭ জন।

প্রশ্নঃ একটি গরুতে যদি ৭ জনের কম লোক শরিক হয়ে ( যেমন ২/ ৩/৪/৫/৬) কোরবানী করে, তাহলে কোরবানী আদায় হবে কি?

উত্তরঃ একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। (২/৩/৪/৫/৬) সাত জন এর নিচে যতজনই শরিক হয়ে কোরবানী করে, কোরবানী আদায় হবে।

প্রশ্নঃ কোরবানীর জন্য গরু, মহিষ এবং ছাগলের বয়স কত হতে হবে?

উত্তরঃ গরু-মহিষ ২ বছর, ছাগলের ১বছর। এর কম বয়স হলে, কোরবানী হবে না।

প্রশ্নঃ গরু বা মহিষে আক্বীক্বা ও কোরবানীর নাম কি এক সাথে দেওয়া যাবে ?

উত্তরঃ কোরবানী ও আক্বীক্বা এক সাথে দেওয়া যাবে।

প্রশ্নঃ একটি ছাগল দিয়ে কতজন কোরবানী দিতে পারবে?

উত্তরঃ ১ জন।

প্রশ্নঃ আক্বীক্বাতে ছেলে বা মেয়ের জন্য কয় নাম দিতে হবে?

উত্তরঃ ছেলের আক্বীক্বাতে ২ টি খাসি অথবা গরুতে ২ অংশ ( নাম), মেয়ের জন্য ১ টি ছাগল বা ১ অংশ। ছাগল দিয়ে আক্বীক্বা করা উত্তম।

প্রশ্নঃ কাদের উপর কোরবানী করা ওয়াজিব?

উত্তরঃ যে ব্যক্তি ঈদের দিন (৫২.৫) তোলা রুপার মূল্য ৭০/৭৫ হাজার টাকার মালিক হবে, তার উপরই কোরবানী করা ওয়াজিব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com