রাসুল আমার নয়নমণি
রাসুল আমার হীরার খনি,
রাসুল আমার ভালোবাসা,
শাফায়াতের শেষ ভরসা,
রাসুল বিনে হতো নারে এই দুনিয়ায় আগমন,
তাইতো রাসুল তোমার নামে দুরূদ পড়ি সারাক্ষণ।
রাসুল তুমি দয়ার সাগর,
আল্লাহতায়ালা’র প্রিয় নাগর,
বদনখানি পূর্ণিমা চাঁদ,
নেই যে তাতে একটুও খাঁদ,
উম্মতেরই প্রেমের পাগল রাসুল তুমি আমার জান,
তুমি যে এক পরশমণি, গাই তোমারই গুণগান।
রাসুল যবে এলে ধরায়,
ফেরেশতা নূর বৃষ্টি ঝরায়,
মা আমিনার কোলে এলে,
আব্দুল্লাহর ধন্য ছেলে।
ফেরেশতারা দুরূদ পড়ে রাসুল তোমার জন্য,
আমরা তোমার উম্মত তাই দু’জাহানেই ধন্য।
তুমি যে এক জান্নাতি ফুল,
ধরা তোমার গন্ধে আকুল,
ছড়িয়ে দিলে মিষ্টি সুঘ্রাণ,
যেথায় আছে নূর ও ঈমান।
শোকর হাজার রাসুল তোমার উম্মত হবার জন্য,
নবীদেরও নবী তুমি সবচেয়ে অনন্য।
শেষ বিচারের কঠিন দিনে,
নেই ভরসা রাসুল বিনে,
শাফায়াতের তুমি সর্দার,
পুলসিরাতে করিও পার,
নূরের রবি, প্রেমের ছবি, মায়ার নবী তুমি,
সোনার চেয়েও খাঁটি তোমার দেশ মদীনার ভূমি।