যেইদিন নবীর জন্মদিন ,
সেইদিন নবীর মৃত্যুদিন।
এই ভুবনে -এই রুপ দু’টি
চাঁদের মতই – অমলিন ,
একটি পালন করি শুধু
অপরটি-করব না মলিন !
এই দিনে তাই নবীর নামেই
পড়ব দরূদ -যত ইচ্ছা তত ,
নবীর প্রতি ভালোবাসা মোর
আজ দেখাবো অশেষ-অনন্ত।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।