বিশ্ব নবী জন্ম নিলেন
মক্কার পূন্যভূমি,
এই নবীজীর উম্মত হয়ে
ধন্য হলাম আমি।
মা আমেনার কোলে এলেন
আব্দুল্লাহরই পুত্র,
মোতালিব তাঁর দাদা ছিলেন
কোরেশ তাঁহার গৌত্র।
বিশ্ব নবী পেয়ে মোরা
আনন্দেতে নাচি,
নবীর প্রেমে মশগুলে
সারাটা দিন বাঁচি।
রবিউল আউয়াল মাস এলে
আত্মহারা হয়ে,
নবীর শানে সকল খানে
খুশির জোয়ার বয়ে।
এমন নবী পেয়ে যারা
মর্ম নাহি বুঝে,
কেয়ামতে নাহি নেবেন
নবী তাদের খুঁজে।
আল্লাহর প্রেমে যারা থাকে
নবী রাখে দিলে,
আল্লাহ্ রাছুল ভালোবাসলে
জান্নাত নিশ্চয় মিলে।
মহান প্রভু ডাকি তোমায়
আমায় রেখো ভালো,
হরহামেশা চোখে আমার
নবীর জ্যোতি জ্বালো।
পথহারা না করো আমায়
চালাও সঠিক পথে,
আর্দশবান মানুষ হয়ে
চলি নবীর রথে।