প্রশ্নঃ একটি গরু, মহিষ, উট এ কয়জন শরিক হয়ে কোরবানী দেওয়া যায়?
উত্তরঃ ৭ জন।
প্রশ্নঃ একটি গরুতে যদি ৭ জনের কম লোক শরিক হয়ে ( যেমন ২/ ৩/৪/৫/৬) কোরবানী করে, তাহলে কোরবানী আদায় হবে কি?
উত্তরঃ একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। (২/৩/৪/৫/৬) সাত জন এর নিচে যতজনই শরিক হয়ে কোরবানী করে, কোরবানী আদায় হবে।
প্রশ্নঃ কোরবানীর জন্য গরু, মহিষ এবং ছাগলের বয়স কত হতে হবে?
উত্তরঃ গরু-মহিষ ২ বছর, ছাগলের ১বছর। এর কম বয়স হলে, কোরবানী হবে না।
প্রশ্নঃ গরু বা মহিষে আক্বীক্বা ও কোরবানীর নাম কি এক সাথে দেওয়া যাবে ?
উত্তরঃ কোরবানী ও আক্বীক্বা এক সাথে দেওয়া যাবে।
প্রশ্নঃ একটি ছাগল দিয়ে কতজন কোরবানী দিতে পারবে?
উত্তরঃ ১ জন।
প্রশ্নঃ আক্বীক্বাতে ছেলে বা মেয়ের জন্য কয় নাম দিতে হবে?
উত্তরঃ ছেলের আক্বীক্বাতে ২ টি খাসি অথবা গরুতে ২ অংশ ( নাম), মেয়ের জন্য ১ টি ছাগল বা ১ অংশ। ছাগল দিয়ে আক্বীক্বা করা উত্তম।
প্রশ্নঃ কাদের উপর কোরবানী করা ওয়াজিব?
উত্তরঃ যে ব্যক্তি ঈদের দিন (৫২.৫) তোলা রুপার মূল্য ৭০/৭৫ হাজার টাকার মালিক হবে, তার উপরই কোরবানী করা ওয়াজিব।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০