মেঘ হাসি নীল রাশি
কেন দূরে যাও?
ফসলের মাঠ পোড়ে
জলটুকু দাও ?
ভালো নাই কৃষকেরা
হাতে বড়ো ঋণ,
মেঘ মেঘ জল জল
চাহে সারা দিন।
তুমি থাকো হিম দেহে
আমাদের তাপ
বেড়ে গেছে মানুষের
চাহিদার চাপ।
মেঘ তুমি এসো তাড়া
খরা যাক সরে,
কিছু ধান ঘরে তুলি
খাটাখাটি করে।
কড়া রোদে পুড়ে যায়
কৃষকের চাম,
তুমি এসে ধুয়ে দাও
শরীরের ঘাম।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।