রাতের বারটা ঘড়ির কাটা
কাফির মুসলিম গুনে প্রহর
হৈ হৈরলোরে মেতে উঠে সবাই
কাটা যখন এক মিনিটের উপর।
মুসলমান খোঁজে শান
কাফিরের সাজে
প্যালেস্থানীরা খোঁজে পেরেশান
কোথায় মাথা গোঁজে।
আতশবাজিতে মুসলমান
খোজে শান্তির নহর,
ইহুদ খৃষ্টান ঝরায় বোমা
মুসলিম বুকের উপর।
উজার করে হৃদয় খানি
শুভেচ্ছা বিনিময় ধ্বনী
ভাইয়ের রক্তে গঙ্গা বহায়
ইসরাঈলী বর্বর খুনি।