নিজস্ব প্রতিনিধি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের ৪টি আসনের আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন।
হবিগঞ্জ – ১ (নবীগঞ্জ – বাহুবল) আসনে মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ – ২ (বানিয়াচং – আজমিরীগন্জ) আসনে মুফতী এখলাছুর রহমান।
হবিগঞ্জ – ৩ (হবিগঞ্জ সদর – লাখাই) আসনে মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল।
হবিগঞ্জ – ৪ (মাধবপুর – চুনারুঘাট) হাকীম মাওলানা নুরুজ্জামান।