নিজস্ব প্রতিনিধি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের ৪টি আসনের আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন।
হবিগঞ্জ - ১ (নবীগঞ্জ - বাহুবল) আসনে মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ - ২ (বানিয়াচং - আজমিরীগন্জ) আসনে মুফতী এখলাছুর রহমান।
হবিগঞ্জ - ৩ (হবিগঞ্জ সদর - লাখাই) আসনে মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল।
হবিগঞ্জ - ৪ (মাধবপুর - চুনারুঘাট) হাকীম মাওলানা নুরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০