যে ছিলো মোর সারাক্ষণ
বট বৃক্ষের শীতল ছাঁয়া ,
তাঁর বুকে টেনে নিয়ে সে
দিতো মোরে অতি মায়া l
ছোট্টকালে হাত ধরে তাঁর
ঘর হতে বাহিরে যেতাম ,
আবদার করতাম যা পেতে
খুব যে ত্বরা তা পেতাম l
সেই যে আমার প্রিয় মানুষ
আমার অতি প্রিয় বাবা ,
দেখলে তাঁকেই মনে হতোই
তিনি আমার প্রিয় কাবা l
শ্রদ্ধায় এবং ভক্তিতে খুব
তাঁর প্রতি হতাম অবনত ,
সেই বাবা যে নেই ভবে আজ
আছে তাঁর -স্মৃতি শত।
সেই স্মৃতিকথা ভাবি আজ
জলে ভরে দু’টি চোখ ,
সেই জলেতেই ভাসে দেখি
আমার প্রিয় বাবার মুখ
ইমতিয়াজ ভিলা ,
বুড়িশ্চর ,হাটহাজারী ,
চট্টগ্রাম।