এক মাঘে শীত যায়না
এমন কথা আজ যাচ্ছে শুনা,
মন্দের সহযোগি কতই মন্দ
কথায় কাজে ছড়ায় হিংসা দ্বন্ধ।
মাঘ প্রতি বছর ঘুরে আসে
সকল মাঘ কি সমান ত্রাসে ?
কোনো মাঘে ঠান্ডা হ্রাসে
কোনো মাঘে হীম শীত বাতাসে।
সকল মাঘ যে সমান যায়না
এই কথা গুলি বুঝে কয়জনা ?
মাঘ সবার জীবনে আসে যায়
কিন্তু আগামী মাঘ কেবা পায় ?