এক মাঘে শীত যায়না
এমন কথা আজ যাচ্ছে শুনা,
মন্দের সহযোগি কতই মন্দ
কথায় কাজে ছড়ায় হিংসা দ্বন্ধ।
মাঘ প্রতি বছর ঘুরে আসে
সকল মাঘ কি সমান ত্রাসে ?
কোনো মাঘে ঠান্ডা হ্রাসে
কোনো মাঘে হীম শীত বাতাসে।
সকল মাঘ যে সমান যায়না
এই কথা গুলি বুঝে কয়জনা ?
মাঘ সবার জীবনে আসে যায়
কিন্তু আগামী মাঘ কেবা পায় ?
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০