আজ তেইশে জুন
শাবুল ভাইয়ের-শুভবিবাহ দিন ,
বছর ঘুরে এলো যে
বিবাহিত জীবনের সেই শুভদিন l
বিবাহিত এই জীবনটি
মহান সুখের হোক যে তাঁহার ,
তাঁহার মাঝে আছে ঐ
ধর্মীয় জ্ঞান খুব যে অপার l
তিনি তাই থাকেন সদা
ধর্মীয় সেবায় খুব যে ধ্যানরত ,
সুখভরা বিবাহিত জীবনে
ধর্মীয় সেবা করুক যে অবিরত।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড l