সঙ্গী ছাড়া এই দুনিয়ায়
কেউ না চলতে পারে?
সকাল কিংবা সন্ধ্যা রাতে
বন্ধু চাই ঠিক দ্বারে।
বন্ধু যদি সৎ হয় তবে
জীবন হবে ধন্য,
অসৎ বন্ধু জীবন করে
আস্তাকুঁড়ের পণ্য।
সঙ্গ দোষে লোহা ভাসে
সর্বজনে বলে,
একা জীবন ধরার বুকে
কেমন করে চলে?
ফুল যদি হয় সুবাসিত
গন্ধ তাতে পাবে,
সঠিক বন্ধু উদার হৃদয়
রয় না নিজের লাভে।
ভালোর পরশ পেলে তুমি
হবে তো ঠিক ভালো,
বন্ধুর গুণে হবেই হবে
জীবন হবে আলো।
উমর ফারুক শাবুল ভাই আর
ফারজানা ভাবির বিয়ে
সারা জীবন কাটুক তাদের
আদর সোহাগ দিয়ে।
পাবনা।