২৩ জুন স্মরনীয় হলো
শাবুল ভাইয়ের জীবনে
ঐ দিন সঙ্গি পেলো
ফারজানা ভাবির আগমনে।
আজ এলো সেই দিন
বিবাহ বার্ষিকী নাম নিয়ে
আপনজনের শুভ কামনায়
জীবন উঠুক আনন্দে ঘিরে।
দাম্পত্য জীবনের একটি বছর
সুখে দুখে দুজনার
আনন্দ আহ্লাদে দিন ফুরালো
নিয়ে সবার সুনজর।
বছর ঘুরে এলো ফিরে
বিবাহ বার্ষিকী নাম নিয়ে
স্বজনেরা করবে দোয়া
জীবন কাটবে সুখ নীড়ে।
রহমানুর রাহিম তোমার কাছে
দু-হাত তুলে চাইছি দোয়া
সুখে রেখ ভাই ভাবিকে
ছোঁয়না যেন দুঃখের ছোঁয়া।
খালিশপুর, খুলনা।