ঈদ এসেছে খুশি নিয়ে,
আমরা ভাসি সুখের বাণে।
কোরবানি করি সবে মিলে,
জাতের ভেদাভেদ যাই ভুলে।
ফিরনি,সেমায় খেয়ে প্রাতে,
গিয়েছি হেঁটে ঈদ গাহে।
নামাজ পড়েছি কাঁধ মিলিয়ে,
বৈষম্য সবই গিয়েছি ভুলে।
নামাজ শেষে হর্ষ মননে,
কোলাকুলি করেছি ভ্রাতৃ সবে।
তিক্ততা সব গিয়েছি ভুলে,
ঈদের বাতাস গায়ে মেখে।
করেছি কোরবানি ঘরে ফিরে,
মহান রব আল্লাহর নামে।
মাংস বিলিয়েছি গরীব জনে,
যায়নি বাদ আত্মীয় স্বজনে।
ত্যাগের মহিমার এমন দিনে,
সুখি মানুষ গিয়েছি বনে।
বিসিক, যশোর।