বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

কুরবানী – মোফতাহিদা খানম রাখী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ৩৬ বার পঠিত

 

সকাল হতেই সাজ সাজ রব
ঈদ জামাতে চলরে সবাই
জামাত শেষে ফিরতে হবে
করতে কোরবানির পশু জবাই।

সকাল বেলায় জামাতের আগে
পশুকে দিতে হবে শান্তির গোসল
করবে প্রার্থনা পশুটি তখন
চাইবে খোদার রাহে ত্যাগের সুফল।

নেক নিয়তে পবিত্র চিত্তে
নিয়ম মেনে কর কোরবানি
জবাইতে পশু যেন পায়না কষ্ট
অবহেলায় তাকে করোনা হয়রানি।

অবলা পশুটিতো আল্লাহর প্রদত্ত নেয়ামত
জীবন উৎসর্গ করেছে তোমার তরে
তোমার আমলনামায় বাড়াতে বরকত
নিজেকে বিলিয়ে দিয়েছে অকাতরে।

মাংস নিয়ে তিন ভাগ কর
আপনার তরে রাখ এক ভাগ
আরেক ভাগ অসহায়ের হক
স্বজনের তরে বাট বাকিটা ভাগ।

এভাবেই বন্টন কর নেয়ামত
শুকর গুজার ত্যাগের মহিমায়
আল্লাহর রাহে কর ঈমানের হেফাজত
কবুল করে নাও হে দয়াময়।

জিলহজ মাসের দশ, এগারো, বারো
এই তিন দিন য়ায় করা কোরবানি
গরু, ছাগল, দুম্বা , মহিষ, কিংবা উট
চার পেয়ে হালাল পশু কর আমদানি।

সুস্থ সবল নিরোগ হতে হবে তা
হালাল রোজগারে কেনা হওয়া চাই
ছোট -বড় কিংবা দামের বাহাদুরি
কোরবানি হয় নাকো করলে বড়াই।

এভাবেই মুমিন ওয়াজিবের আদায়ে
পূর্ণ করে পরকালের পুন্যলাভে
শেষ হাশরের রহমতের আশায়
কোরবানি করে নেক সামর্থে।

খালিশপুর খুলনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com