ঈদের খুশি ছড়িয়ে দিতে
কুরবানী দাও সবে,
গরিব দুখি অনাহারে
রয় না যে ভাই ভবে।
সারাবছর ধরে তারা
অপেক্ষাতে থাকে,
কিন্তু মানুষ দেয় না তাকে
ফ্রিজ ভরে রাখে।
কুরবানিতে একটু মাংস
পেট ভরে খাবে,
ধনি লোকের থেকে তারা
কিছু মাংস পাবে।
সহি মতে কুরবানি টা
দিবে যারা ভাই,
তাদের উপর খুশি হবেন
মহান মালিক সাঁই।
ত্যাগের মহিম কুরবানি হোক
আল্লাহ করেন কাম্য,
যথাযথ ধর্ম মানুক
হয়ে সবাই সাম্য।
শমশেরনগর, মৌলভীবাজার।