এবার ঈদে
দেশে নয়
আছি আমি প্রবাসে ,
এবার ঈদ
কেঁটেছে আমার
দূর ইংল্যান্ড প্রবাসে।
ঘনিষ্টজন আছে যারা
তাদের কেউ কেউ
বেড়াতে এবার এসেছে ,
কিছটা ঈদ অনন্দ
ঈদ উপভোগ
আমার এবার হয়েছে।
প্রবাস বলে
ঈদ আনন্দ
ঈদ উপভোগ হয় না তত ,
দেশ ঈদে
ঈদ আনন্দ
থাকলে দেশে পাই যত।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।