ঈদের দিন ছিলো যেমন
আলোর ছটা রোদের কিরণ।
মসজিদে গেলাম খুশি মন
ফিরার পথে মেঘের মিলন।
রোদে মেঘে দিনটি এমন
শীতল হাওয়া বৃষ্টি নয় তেমন।
ফজর পড়ে চোখে নিদ
ভুলিয়ে দেয় সকালে ঈদ।
সাড়ে আটটা ঘড়ি যখন
ছেলে এসে ডাকলো তখন।
উঠ বাবা স্কুলে যাব তাড়াতাড়ি
পরীক্ষা আমার হয়ে গেছে দেরী।
বেহুশেতে ভাঙ্গলো ঘুম
গাড়িতে চড়ি ব্যতিরেখ হাজত রুম।
ফিরে এসে করি হাজত পুরা
জামাত যায় কি যে তাড়াহুড়া।
যাক আল্লাহর মেহেরানীতে জামাত ধরে
আল্লাহু আকবার ধ্বনী দিতে দিতে
পায়ে হেঁটে আসলাম বাসায় ফিরে।
খুশি রাখিতে মায়ের মন
মাকে জানাই শ্রদ্ধা নিবেদন।
আমরা করছি ঈদের খুশি
উপোস মরছে গাজাবাসি।
কত উদাসীন মুসলিম উম্মাহ
ভাই মরে খেয়ে কাফির বোমা।
মোদের শক্তি শুধু মূখের দোয়া
বিষন্ন হৃদয় পায় কি ঈদের ছুঁয়া।
লন্ডন।