হবিগঞ্জ প্রতিনিধি :
ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার বিগত ১৬ বছরের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ আর নিপীড়নের অনলে পুড়ে ছাই হওয়া জাতির জুলাই স্ফুলিঙ্গ, যার ঝলকানিতে সংঘটিত হয় আজকের এই বিপ্লব ও গণবিস্ফোরণ। আমাদের ভাইদের রক্তে রঞ্জিত ও প্রাণের বিনিময়ে অর্জিত এ বিপ্লব, যা আমরা কখনোই বৃথা যেতে দিতে পারি না। তাই বিপ্লবের অর্জন ও জাগরণের আদর্শগুলোকে টেকসই স্থিতিশীল করে জনমনে গেঁথে দেয়ার লক্ষ্যে ” রক্তাক্ত জুলাই বিপ্লব” বইয়ের লেখক মুফতি মুবাশ্বির মাওলা গণসংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা ৫নং গোপায়া ইউনিয়ন শাখা।
রবিবার (৮জুন-২০২৫ইং), স্থানীয় বড়ইউড়ি তেমুনিয়া সংলগ্ন পিস গার্ডেন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ কাজি মহসিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার আমীর হাজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি জনাব এস এম নাদির শাহ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখার আমীর এডভোকেট জনাব আতিকুল ইসলাম সোহাগ। বিশেষ বক্তাগণ ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাজি মোহাম্মদ আবুল কালাম, ৫নং গোপায়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, গোপায়া ইউনিয়ন শাখার সেক্রেটারি ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ রুহুল আমিন সহ গোপায়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।