বিশিষ্ট লেখক ও গবেষক বহুগ্রন্থ প্রনেতা, সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক শায়খ তাজুল ইসলাম অসুস্থ। তার সুস্থতা কামনা করে দোয়া করেন সময়ের ধ্বনি পত্রিকা পরিবার এবং দারুল ক্বালাম মডেল মাদ্রাসা। এইগুণীজনের জন্য সময়ের ধ্বনি পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুল দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।