মস্ত আকাশ বাবা তুমি
আমার ছায়াবাড়ি,
সবটুকু সুখ সংসার জীবন
মায়ের আলতা শাড়ি।
শান্ত নদী রাত দিন চলো
গোপন ঘরে কাঁদো,
বাবার কান্না লুকাই হাসে
কেউ দেখেনি আজও।
কষ্ট লুকাও সবটুকু তাই
হাসতে পারো রোজে,
ভেজা চোখে কত সন্তান
তোমার ছায়া খুঁজে।
বটবৃক্ষ বিশাল একটা
বাবা তুমি জানি,
সারাজীবন তুমি থাকো
টানতে থাকো ঘানি।
বাবা তুমি ছায়াবড়ি
আগলে রাখো বুকে
সবার সুখে তুমি হাসো
কষ্ট লুকাও মুখে।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।