কূরবানীর মর্ম কথা শুনলে
পরে লাগবে ব্যথা,
কুরবানী অর্থ সমর্পণ হলে
কি তাঁর মর্ম কথা।
স্রষ্টার সামনে নিজকে নিজে
সঁপে দেয়া হরহামেশা ,
নজীর হলো ইসমাইল ভবের
ছিল না কোন আশা।
কুরবানির মর্ম পালন করা
সহজ ব্যাপার নয়,
দিতে হবে সঁপে জান-মাল
ইব্রাহীম তো নজীর রয়।
শোন মুমিন! পশু কুরবানী
আদতে পশু কুরবানী নয়,
উদ্দেশ্য হলো রিপু কুরবানী
কুরআন-হাদীসে কয়।
ঘরে ঘরে কুরবানী দাও ভাই
স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে,
আল্লার পথে কুরবান হও
ইসমাইলের সপথ নিয়ে।
দু’হাতে দাও বিলিয়ে কুরবানীর
গোশত হাসি মুখে,
অসহায়ের মুখে হাসি ফুটাও
ফুটবে হাসি তোমার মুখে।
খুলনা।