ভালোবাসার হয় কি গো রঙ
আমার নাই তো জানা,
ভালোবাসার জন্য মানুষ
জীবন করে ফানা।
সুজন থাকলে সখির পাশে
নিত্য ভালোবাসা,
অল্পতেই সুখ খোঁজতে শেখো
মায়ায় নদী কাঁসা।
মায়া বনেই ময়না শালিক
ভালোবাসার ঘাটে,
লায়লি মজনু শিরি ফরহাদ
ঘুরলো কত মাঠে।
ভালোবাসার রঙমহলে
জলছবিতে আঁকা,
মনের ঘরের আলমিরাতে
যত্ন করে রাখা।
ভালোবাসবার যুগলবন্দী
সুজন সখি হয়ে,
ঝর্ণা যেমন নিরবধি
নদীতে যায় বয়ে।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।