শুধু একবার বলো
একটি বার বলো
মা কেমন হয় ?
চোখটি মেলে
দেখিনি তাকে
ছুঁইনি তার হৃদয়।
শুধু একবার
একটি বার বলো
বাবা কেমন হয়?
হাতটি ধরে
নেয়নি এগিয়ে
দেয়নি পরিচয়।
শুধু একবার
একটি বার বলো
ভাই হয় কেমন ?
বড় হলে শ্রদ্ধা রেখে
ছোট হলে স্নেহ মেখে
করবে আদর শাসন ।
শুধু একবার
একটি বার বলো
বোন কেমন হয়?
মুছিয়ে দিয়ে
চোখের জল
সোহাগে ভরিয়ে দেয় ।
শুধু একবার
একটি বার বলো
বন্ধু হবে কারা?
সঠিক পথের সন্ধান দিয়ে
দুখের দিনে সঙ্গী হয়ে
সদাই দিবে সারা।
শুধু একবার
একটি বার বলো
কারা আপনজন?
সুখের সময় কাছে ডেকে
দুখের সময় পাশে থেকে
জুড়বে মন প্রাণ।