সবাই আছে আন্দোলনে
মুগ্ধ সোনা কই
ওই যে দেখো মুগ্ধভাইয়া
পানি বিলায় অই
মুগ্ধ ভাইয়া পানি বিলায়
পানি লাগবে পানি?
থেকে থেকে কম্পিত হয়
মধুর কন্ঠখানি
সহসাই আসে গুলি
গুলি লাগে গায়
রক্তে ভাসা দেহ যে তার
নিথর হয়ে যায়।
পানি লাগবে পানি বলে
মরণ হলো যার
হাউজে কাওসারের পানি
ভাগ্যে জুটুক তার
রোজ হাশরে মহান আল্লাহ্
করবে তাকে দামি
জালিম যারা তারা জেনো
হবে জাহান্নামি
মুগ্ধ ভাইয়া দেশ জনতার
আদরেরই ধন
তাঁরই জন্য দেশের সবার
আন্দোলিত মন
আমরা সবাই মুগ্ধ হবো
প্রত্যাশাটা এই
থাকবো পরের উপকারে
দৃপ্ত শপথ নেই