নীল আকাশটা ছেয়ে আছে
সন্ধ্যাকাশের মতো,
সূর্য মামার ঘুম ভাঙলে
রোদ ঝলমল হতো।
ধুলাবালি উড়ছে কতো
বাতাস বইছে মৃদু,
কিচির মিচির করছে পাখি
ভয়ে শুধু শুধু।
আসলে দামাল ঝড়ো হাওয়া
ভাঙবে বাড়ি ঘর,
গাছপালা সব উপড়ে যাবে
কাঁপবে থরোথর।
বাবুই পাখির ঘরগুলো সব
খেলছে হেলেদুলে,
ভিড় করছে জাহাজ ও নাও
সাগর নদীর কূলে।
ভয়ে সবার প্রাণ কাঁপছে
কেমনে যাবে ঘুম,
একটু পরেই শুরু হবে
ঝড়ো হাওয়ার ধুম।
চট্টগ্রাম।