অবশেষে রব তার সুতো ধরে দিলো টান,
হাসিনার গদিখানা ভেঙে হলো খান খান।
রক্তশোষণ করে খেয়েছে যে ডাইনী ,
আমরা কখনো এর সুবিচারও পাইনি।
আজ সেই মহাপাপী জালিম ‘শেখ হাসিনা’
যাকে নেতা- জনগণ কেউ ভালোবাসিনা!
সে ডাইনী পালায়েছে গদি ছেড়ে এইদিন!
জাতি কভূ ভুলবেনা ছাত্রদের এই ঋণ।
ইতিহাসে অম্লান হবে এই আগষ্ট মাস,
বাপ-বেটি দুজনেই পেয়েছিলো ক্ষেপা বাঁশ!
দোয়া করি মহাপাপী চলে যাক বহুদূর,
কোথাও স্থান না যেন পায় এই ভোটচোর।