অবশেষে রব তার সুতো ধরে দিলো টান,
হাসিনার গদিখানা ভেঙে হলো খান খান।
রক্তশোষণ করে খেয়েছে যে ডাইনী ,
আমরা কখনো এর সুবিচারও পাইনি।
আজ সেই মহাপাপী জালিম 'শেখ হাসিনা'
যাকে নেতা- জনগণ কেউ ভালোবাসিনা!
সে ডাইনী পালায়েছে গদি ছেড়ে এইদিন!
জাতি কভূ ভুলবেনা ছাত্রদের এই ঋণ।
ইতিহাসে অম্লান হবে এই আগষ্ট মাস,
বাপ-বেটি দুজনেই পেয়েছিলো ক্ষেপা বাঁশ!
দোয়া করি মহাপাপী চলে যাক বহুদূর,
কোথাও স্থান না যেন পায় এই ভোটচোর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০