হাত হাত রেখে চলছো দু’জন,
আজ অনেকটা পথ,
সুখ-দুঃখে ছিলে পাশে,
তাই থামেনি জীবন রথ।
এমন করে দেখতে দেখতে
শেষ হলো যে বছর,
সামনের দিন হোক রঙিন,
ভালোবাসায় ভরপুর।
স্মৃতির পাতায় আঁকো ছবি,
আরো রঙিন ক্ষণের,
সারাজীবন থাকুক মিল
তোমাদের মনের।
অনেক অনেক শুভ কামনা,
এ বন্ধন থাক চিরদিন,
ভালোবাসায় ভরে উঠুক,
তোমাদের প্রতিটি দিন।
পিরোজপুর, বাংলাদেশ।