ছদ্মবেশে মানুষরুপী
নিত্য দেখি সমাজ মাঝে,
নিজের স্বার্থ দেখে বড়
লোক সমাজে মহৎ সাজে।
স্বার্থ হাসিল করার জন্য
দেখবা তারা বন্ধু সাজে,
নিজের স্বার্থ লিপ্ত থাকে
স্বভাব তাদের খুবই বাজে।
নিজের স্বার্থ আদায় করতে
কাছের বন্ধু করে নিবে,
স্বার্থ আদায় শেষে তোমায়
পিছন ফিরে লাথি দিবে।
দুষ্টু মুখের মিষ্টি বচন
সদাই মুখোশ পরে চলে,
অন্তর তাদের বিষে ভরা
অহরহ মিথ্যা বলে।
চরিত্রের এই মানুষগুলো
জীবন পথে ক্ষণে ক্ষণে,
পরের ভালো সহ্য হয় না
হিংস্র স্বভাব তাদের মনে।
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।