ছদ্মবেশে মানুষরুপী
নিত্য দেখি সমাজ মাঝে,
নিজের স্বার্থ দেখে বড়
লোক সমাজে মহৎ সাজে।
স্বার্থ হাসিল করার জন্য
দেখবা তারা বন্ধু সাজে,
নিজের স্বার্থ লিপ্ত থাকে
স্বভাব তাদের খুবই বাজে।
নিজের স্বার্থ আদায় করতে
কাছের বন্ধু করে নিবে,
স্বার্থ আদায় শেষে তোমায়
পিছন ফিরে লাথি দিবে।
দুষ্টু মুখের মিষ্টি বচন
সদাই মুখোশ পরে চলে,
অন্তর তাদের বিষে ভরা
অহরহ মিথ্যা বলে।
চরিত্রের এই মানুষগুলো
জীবন পথে ক্ষণে ক্ষণে,
পরের ভালো সহ্য হয় না
হিংস্র স্বভাব তাদের মনে।
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০