আসলো ফিরে বছর ঘুরে,
কোরবানির ঐ ঈদ।
ফের খুশীতে উঠলো হেসে,
মুসলিমিনের হৃদ।
নামাজ শেষে খুব দেখেছি,
ঈদগাহের চার কোনে।
ভাই-বেরাদার বন্ধুরা সব,
খুশীর আলিঙ্গনে।
খুব এগিয়ে আমিও গেলাম,
বন্ধু সবার পানে।
বুক জড়িয়ে নিলাম সবার,
সুন্নাতে নববীর টানে।
ডাক পেলো মোর দোস্ত খাইরুল
করবে জবাই গরু,
কাঁপছিল সে চুরী নিয়ে,
বলছিল ধুর ধুরু!
হাসছিলাম খুব দেখে সে হাল,
কেমনে কাটছে গরু,
দেখতে দেখতে পার হলো সে,
গরু জবাইর মরু।
ফুরফুরে মন,খাঁ খাঁ রোদ,
বৃষ্টিও নাই বটে!
কেমন যেন ছিলাম সবাই,
মরুভূর এক তটে।
ঘুরাঘুরি তাই জমলোনা আর
আগের মত খুব,
সব মিলিয়ে রইলো শুধু ,
ঘুরতে যাওয়ার লোভ।
বরকতময় এ দিনটি আরো,
হয়ে উঠুক সুহৃদ,
আনন্দে ফের মিছিল চলুক,
ঈদ মোবারক ঈদ!
দেহেলা,শাহরাস্তি,চাঁদপুর।