আসলো ফিরে বছর ঘুরে,
কোরবানির ঐ ঈদ।
ফের খুশীতে উঠলো হেসে,
মুসলিমিনের হৃদ।
নামাজ শেষে খুব দেখেছি,
ঈদগাহের চার কোনে।
ভাই-বেরাদার বন্ধুরা সব,
খুশীর আলিঙ্গনে।
খুব এগিয়ে আমিও গেলাম,
বন্ধু সবার পানে।
বুক জড়িয়ে নিলাম সবার,
সুন্নাতে নববীর টানে।
ডাক পেলো মোর দোস্ত খাইরুল
করবে জবাই গরু,
কাঁপছিল সে চুরী নিয়ে,
বলছিল ধুর ধুরু!
হাসছিলাম খুব দেখে সে হাল,
কেমনে কাটছে গরু,
দেখতে দেখতে পার হলো সে,
গরু জবাইর মরু।
ফুরফুরে মন,খাঁ খাঁ রোদ,
বৃষ্টিও নাই বটে!
কেমন যেন ছিলাম সবাই,
মরুভূর এক তটে।
ঘুরাঘুরি তাই জমলোনা আর
আগের মত খুব,
সব মিলিয়ে রইলো শুধু ,
ঘুরতে যাওয়ার লোভ।
বরকতময় এ দিনটি আরো,
হয়ে উঠুক সুহৃদ,
আনন্দে ফের মিছিল চলুক,
ঈদ মোবারক ঈদ!
দেহেলা,শাহরাস্তি,চাঁদপুর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০