“সময়ের ধ্বনী পত্রিকা”
নব নব শব্দ ধ্বনী নিয়ে ,
চতুর্দিক ছড়াবে রূপ
ধ্বনির সুবাস খুব ছড়িয়ে।
এই পত্রিকার সম্পাদক
উমর ফারুক শাবুল ,
তাঁকে জানাই ফুলশুভেচ্ছা
আমরা পাঠককুল।
সিলেট থেকে এই পতাকা
হবে প্রকাশ প্রতিদিন ,
এই পত্রিকা পাঠকপ্রিয়তা
বেড়ে যাক দিন দিন।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি,ইংল্যান্ড।