"সময়ের ধ্বনী পত্রিকা"
নব নব শব্দ ধ্বনী নিয়ে ,
চতুর্দিক ছড়াবে রূপ
ধ্বনির সুবাস খুব ছড়িয়ে।
এই পত্রিকার সম্পাদক
উমর ফারুক শাবুল ,
তাঁকে জানাই ফুলশুভেচ্ছা
আমরা পাঠককুল।
সিলেট থেকে এই পতাকা
হবে প্রকাশ প্রতিদিন ,
এই পত্রিকা পাঠকপ্রিয়তা
বেড়ে যাক দিন দিন।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি,ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০