আঁধার যুগে এলেন নবী
এই না ধরার মাঝ,
ভালো কাজের আদেশ দিলেন
পালটে নিতে সাজ।
নবী আসার আগে জানি
উল্টো পালটা সব,
তাইতো সেথায় নবী গেলেন
পাঠিয়ে দেন রব।
রবের বিধান মেনে নিতে
প্রচার করে যায়,
অনেক মানুষ নবীর সঙ্গী
হয়ে গেল হায়।
নবী বলেন ভালো কথা
করেন ভালো কাজ,
আঁধার যুগে এসেও তিনি
হলেন মাথার তাজ।
নবীর কথা শুনে অনেক
মন্দ করে দূর,
প্রভুর নামে জিকির করে
গলে তুলে সুর।