আঁধার যুগে এলেন নবী
এই না ধরার মাঝ,
ভালো কাজের আদেশ দিলেন
পালটে নিতে সাজ।
নবী আসার আগে জানি
উল্টো পালটা সব,
তাইতো সেথায় নবী গেলেন
পাঠিয়ে দেন রব।
রবের বিধান মেনে নিতে
প্রচার করে যায়,
অনেক মানুষ নবীর সঙ্গী
হয়ে গেল হায়।
নবী বলেন ভালো কথা
করেন ভালো কাজ,
আঁধার যুগে এসেও তিনি
হলেন মাথার তাজ।
নবীর কথা শুনে অনেক
মন্দ করে দূর,
প্রভুর নামে জিকির করে
গলে তুলে সুর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০