শাবুল ভাইয়ার শুভদিনে
খুশিতে মন ভরে,
শুভেচ্ছা ও অভিনন্দন
প্রিয় ভাইয়ার তরে।
সহজ সরল ভাইয়া মোদের
থাকেন সবার পাশে,
সর্ব গুণের অধিকারী
ভালো সবাই বাসে।
দ্বীনি শিক্ষার কামেল তিনি
কোরআন হাদিস পড়ান,
সত্য পথের সঠিক দিশা
ভালো মানুষ গড়ান।
প্রিয় ভাইয়ার গুণের কথা
শেষ হবে না লেখা,
জ্ঞান গরীমায় শ্রেষ্ঠ তিনি
আমার চোখে দেখা।
শুভ দিনের এই কামনা
জানাই প্রভুর কাছে,
এক অপর কে ভালোবেসে
সদাই যেন বাঁচে।
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ