আজমিরীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা নোয়াগড় ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ১১ জুন বুধবার বিকাল ৩ ঘটিকা হইতে ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু বক্বর তালুকদারের সভাপতিত্বে ও ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল হাফিজ মুহিন উদ্দিন ও আসাদ তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী, বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আমীর ডাঃ খন্দকার তালের উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা আমীর নাছির উদ্দীন চৌধুরী, উপজেলা সেক্রেটারি একরাম হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, সৌদিআরব প্রবাসী দায়িত্বশীল মাওলানা আজিজুর রহমান, জলসূখা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মইনুল হক, বানিয়াচং ৪ নং ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়জুল হক, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি সামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু বক্বর চৌধুরী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন হাসান, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাকিব আল হাসান প্রমূখ।