লজ্জিত আজ পুরো জাতি
লঙ্ঘিত মানবতা,
লজ্জা সরম সব ভুলেছে
আমার কন্যা ধর্ষিতা।
হায়রে দেশ কেন এমন হলি
রেহাই হয়নি শিশু,
আমি তো জানি সৃষ্টির তরে
শিশুরা হয় জিশু।
কেনো বলো বেড়েছে পাপী
হায়নার জন্ম দেশে,
অনিরাপদ আজ বোনের ঘর
ধর্ষিতা হলো শেষে।
অবশেষে জীবন দিয়ে
গেলো পরপারে,
বিচার কি আর হবে সঠিক
জিজ্ঞেস করি কারে।
ধর্ষিতার বিচার সবাই চায়
সঠিকভাবে করো,
ধর্ষক যতোএকেক করে
খুঁজে খুঁজে ধরো।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।