পাখির খেলা সাঁঝের বেলা
আপন ঘরে সবাই গড়ে
শান্তি সুখে মেলা।
আড্ডা বসে পানটা খসে
কাজের ফাঁকে যত্নে রাখে
সুখ সাগরে ভেলা।
সবুজ পাতা ফুলের লতা
দোলছে বনে সন্ধ্যা ক্ষণে
ডাহুক পাখি ডাকে।
রাত্রি এলো দিনটা গেলো
জোনাক আলো প্রদীপ জ্বালো
ছোট নদীর বাঁকে।
চাঁদের বুড়ি বয়স কুড়ি
আলো ছড়ায় মায়া জড়ায়
প্রতি জোছনা রাতে।
হাসনা ফুটে সুবাস লুঠে
বকুল ঝরে মাটির তরে
চাঁদনী আলো সাথে।
গৌরীপুর, ময়মনসিংহ।