শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

চল্লিশ টাকার জন্য দু”পক্ষের দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২৪ এএম
  • ২ বার পঠিত

 

মোঃ আংগুর মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

 আজমিরীগঞ্জের শিবপাশায় শিশুদের চল্লিশ টাকা পাওনার জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধ-শতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুমান প্রায় দেড়ঘন্টা ব্যাপি শিবপাশার
যশকেশরী গ্রামের মাসুক মিয়া গং ও মুফাচ্ছির মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে
ভর্তি করানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিগত প্রায় ১০-১২ দিন আগে শিবপাশার যশকেশরী গ্রামের মুফাচ্ছির মিয়ার পক্ষের আলকাছ মিয়ার শিশুপুত্র মো. রুবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়ার পক্ষের নবী মিয়ার শিশুপুত্র মো. নাইমের (১৩) নিকট একটি খেলনার ব্যাটারি বিক্রি করে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর নাইম রুবেলের পাওনা ৪০ টাকা না দেওয়ায় রুবেল নাইমের পিতা নবী মিয়ার কাছে বিষয়টি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করে বিষয়টি আজ শুক্রবার সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেয়। কিন্তু গতকাল  বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে নবী মিয়ার সঙ্গে আলকাছ মিয়ার বাক-বিতণ্ডা বাঁধে। এ সময় আলকাছ মিয়ার লোকজন নবী মিয়াকে মারধর করে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধ-শতাধিক আহত হন। এদিকে, যশকেশরী গ্রামের মাসুক মিয়া জানান, কিছুদিন আগে বাচ্চাদের একটি বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। পরে মুরব্বিরা বিষয়টি সালিশে মীমাংসার সিদ্ধান্ত নেন। গতকাল বৃহস্পতিবার সকালে আমাদের পক্ষের নবী মিয়াকে তারা মারধর করে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে জানতে মুফাচ্ছির মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখন কথা বলতে পারব না, রোগী নিয়ে সিলেটে যাচ্ছি। থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বাচ্চাদের চল্লিশ টাকা পাওনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com