বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটে সাত জেলার ইমামদের ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১.০৫ পিএম
  • ৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

মঙ্গলবার, (২৬ আগস্ট ২০২৫) ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটে সাত জেলার ইমামদের ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মো. সারওয়ার আলম।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক জনাব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক জনাব মো. মহিউদ্দিন মজুমদার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আফতাব চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক কৃষিবিদ জনাব মো. আনোয়ারুল কাদির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা ইয়াসিন জুনেদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আবুল ফজল, মাওলানা শাহ আলম ও মাওলানা নাইমুল ইসলাম।

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার নির্বাচিত একশত ইমাম অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ইমামদের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com