আমাদের কল্পনার জীবনে যা আসে তা দেখতে কত সুন্দর। আসলে আমাদের কল্পনার জীবন কত সুন্দর তাই না। আর এই কল্পনার জীবন বাস্তবে রুপান্তরিত করতে গেলে আমাদের সেই আশা গুলো কল্পনায় রয়ে যায়। আর সেই কল্পনা বাস্তবে রুপান্তরিত হয় না। আমাদের জীবনটা কি অদ্ভুত তাইনা! জীবনে যা কল্পনা করি তা বাস্তবে হয় না। তা কল্পনাতেই রয়ে যায়। আর জীবনে যা কল্পনা আছে তা কখনো ভুলা যায় না। এই সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো কল্পনাকে নস্ট করে পেলে। আসলে জীবনটা কত কঠিন, কল্পনার মত করে দেখলে কত সহজ আর বাস্তবে দেখলে কত ব্যতিক্রম। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যানে জীবনটা কল্পনার মতো করে সাজানো খুব কঠিন। কিন্তু জীবনে স্বপ্ন গুলো কোন দিন পুরন করতে পারেনা। তাই তারা জীবন সাজাতে অনেক দুঃখ কস্ট সইতে হয়।
লেখক : সহকারী সম্পাদক, সময়ের ধ্বনি পত্রিকা।