বন্ধ আঁখি
আমি দেখি না কিছু।
তবু মনে হয়,
কেউ আসবে— নিঃশব্দে,
ধীরে ধীরে,
যেমন বৃষ্টি জমে
মাটির পাঁজরে।
ঘড়ির কাঁটা
হাতে ধরে রাখি না,
তবু তার টিকটিকানি
শুনতে পাই রাত জেগে।
শব্দ আসে না,
তবু মুখ খুলে থাকে,
একটা দরজা,
যা অপেক্ষায় অমলিন।
আমি থমকে থাকি—
না জানি কখন,
না জানি কোথায়,
তবুও অপেক্ষা থামে না।
লেখক – সহযোগী সম্পাদক, সময়ের ধ্বনি পত্রিকা।