বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

আমার গ্রাম – শাকেরা বেগম শিমু

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০.৫৯ এএম
  • ২৪ বার পঠিত

 

সুরমা নদীর উপর দিয়ে নৌকা চড়ে যাবো,
আমি আমার গাঁয়ে গিয়ে তালের পিঠা খাবো।

সবুজ গাঁয়ের ঐ প্রকৃতি নয়ন ভরে দেখবো,
সবুজ মাঠের সোনার ফসল মনের মাঝে আঁকবো।

গাছঘেরা ঐ সবুজবনে পাখ-পাখালির ডাকে,
মুগ্ধ হয়ে ছুটে বেড়াই সুরমা নদীর বাঁকে।

সুরমা নদীর বুকের উপর কতো ডিঙিতরী,
নদীর তীরে কাশবনেতে ডানা মেলে পরী।

গ্রামের পাশে আরো আছে একটি গভীর বন,
গভীর বনের ঐ দৃশ্য কাড়ে সবার মন।

সেই প্রকৃতি দেখে আমার জুড়ায় মন ও প্রাণ,
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা এইটি আমার গ্রাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com