সুরমা নদীর উপর দিয়ে নৌকা চড়ে যাবো,
আমি আমার গাঁয়ে গিয়ে তালের পিঠা খাবো।
সবুজ গাঁয়ের ঐ প্রকৃতি নয়ন ভরে দেখবো,
সবুজ মাঠের সোনার ফসল মনের মাঝে আঁকবো।
গাছঘেরা ঐ সবুজবনে পাখ-পাখালির ডাকে,
মুগ্ধ হয়ে ছুটে বেড়াই সুরমা নদীর বাঁকে।
সুরমা নদীর বুকের উপর কতো ডিঙিতরী,
নদীর তীরে কাশবনেতে ডানা মেলে পরী।
গ্রামের পাশে আরো আছে একটি গভীর বন,
গভীর বনের ঐ দৃশ্য কাড়ে সবার মন।
সেই প্রকৃতি দেখে আমার জুড়ায় মন ও প্রাণ,
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা এইটি আমার গ্রাম।