সুরমা নদীর উপর দিয়ে নৌকা চড়ে যাবো,
আমি আমার গাঁয়ে গিয়ে তালের পিঠা খাবো।
সবুজ গাঁয়ের ঐ প্রকৃতি নয়ন ভরে দেখবো,
সবুজ মাঠের সোনার ফসল মনের মাঝে আঁকবো।
গাছঘেরা ঐ সবুজবনে পাখ-পাখালির ডাকে,
মুগ্ধ হয়ে ছুটে বেড়াই সুরমা নদীর বাঁকে।
সুরমা নদীর বুকের উপর কতো ডিঙিতরী,
নদীর তীরে কাশবনেতে ডানা মেলে পরী।
গ্রামের পাশে আরো আছে একটি গভীর বন,
গভীর বনের ঐ দৃশ্য কাড়ে সবার মন।
সেই প্রকৃতি দেখে আমার জুড়ায় মন ও প্রাণ,
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা এইটি আমার গ্রাম।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০